র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উত্তরের সীমান্তজেলা চাঁপাইনবাবগঞ্জে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক ইনকিলাবের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহবুবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক দিকালের মনিরুল ইসলাম বাদল, এটিএন বাংলার নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জোনাব আলী, নিউজ ২৪ এর রফিকুল আলম, ডেইলি স্টারের রবিউল হাসান ডলার, আলোকিত বাংলাদেশের এম আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফয়সাল মাহমুদ, দৈনিক যুগান্তরের ইমতিয়ার ফেরদৌস সুইট, সময় টেলিভিশনের এম এ মাহবুব, চ্যানেল ২৪ এর আনোয়ারুল ইসলাম, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম, সাপ্তাহিক জনকল্যাণ সংবাদের নুর মোহাম্মদ, দৈনিক ভোরের ডাকের কামাল শুকরানা, ভোরের দর্পণের জাকির হোসেন পিংকু, চাঁপাই চিত্রে মেহেদি হাসান, খেলা কাগজের আব্দুর রব নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম’র আসাদুল্লাহ।
বক্তারা এনটিভির সাহসিকতা ও পরিচ্ছন্ন পথচলার ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি পনের বছরে পদার্পণে শুভকামনা জানান।
পরে জন্মদিনের কেক কাটা হয় এবং একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচিতে প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রতিশ্রুতি’র কর্মীরা অংশ নেন। 





চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2uCKLR9

July 03, 2017 at 10:45PM
03 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top