কলকাতা, ২১ জুলাই- পশ্চিমবঙ্গ কিংবা উত্তরপ্রদেশে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সিদ্ধার্থনাথ সিংহ এখন যোগী সরকারের মন্ত্রী। কিন্তু শুক্রবারের কলকাতায় বারবার উচ্চারিত হল তাঁর পুরনো স্লোগান। সিদ্ধার্থনাথ সিংহ। এখন যোগী সরকারের মন্ত্রী। তিনিই প্রথম বলেন ভাগ মমতা ভাগ। তখনও এ রাজ্যের ভোটবাক্সে বিজেপির গুরুত্ব একেবারেই নগণ্য ছিল। তবে একের পর এক নির্বাচনে রাজ্যে বিজেপির উত্তরণের ধারাবাহিকতায় মোদী বাহিনী এখন এ রাজ্যে দ্বিতীয় স্থানের অন্যতম দাবিদার। উত্তরপ্রদেশের মন্ত্রী হিসেবে কিছু দিন আগে রাজ্যে প্রথম বার এসেও সিদ্ধার্থনাথ সিংহ হুমকি দেন, আগেও বলেছি ভাগ মমতা ভাগ। এখনও বলছি। ২০১৯ না হলে ২০২১-এ দেখবেন ভাগ মমতা ভাগই হচ্ছে। হয়তো পাঁচ বছর দেরি হচ্ছে! শুক্রবার কোনও বিজেপি নেতা নন, একের পর এক তৃণমূল নেতা আওড়ালেন সেই স্লোগান ভাগ মমতা ভাগ। তবে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার আগে। পার্থ চট্টোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম সকলেই একবার না একবার বলে ফেললেন সিদ্ধার্থের স্লোগান। বিজেপিকে আক্রমণ করতে গিয়েই চ্যালেঞ্জ করলেন সেই স্লোগানকে। আর তাতেই বার বার একুশের সমাবেশে ধ্বনিত হল ভাগ মমতা ভাগ। সব নেতারই এক বক্তব্য, এমন স্লোগান যাঁরা তুলেছেন তাদেরই এবার বাংলা থেকে, দেশ থেকে ভাগতে হবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uG8PXj
July 21, 2017 at 08:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন