দাউদকান্দি প্রতিনিধি ● দাউদকান্দিতে যুবলীগের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়াকে হত্যাচেষ্ঠায় ঘাতক মোকারমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মোকারম উপজেলা ছান্দ্রা গ্রামের রজব আলী মোল্লার বাবা-মায়ের অবাধ্য ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগ আহ্বায়ক শাহজাহান খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হন। তখন সমাবেশ স্থলে চারদিক থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা জনশ্রোতের মত মিছিল আসতে শুরু করে। তখন মিছিলের মাঝখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া এমপিকে লক্ষ্য করে কিলার মোকারম গুলি ছুড়লে গুলিটি লক্ষ্যহীন হয়ে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মাহবুবুল আলম সবুজের বাম হাতে লাগে। সাথে সাথে সবুজ মাটিতে লুটিয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসাপতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপারসহ দাউদকান্দি মডেল থানার কর্মকর্তাগণ রাতভর অভিযান চালিয়ে কিলার গ্রুপের সদস্য মোকারমকে মালিখিল একটি বাড়ি থেকে একটি বিদেশ পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এদিকে তাকে গ্রেপ্তারের পর পুলিশ অনেক তথ্য পেয়েছে।
এ ব্যাপারে মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ যুবলীগের সম্মেলনে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে যখন সামাবেশ স্থলে আসতে শুরু করে তখন এমপি সাহেব মঞ্চে তাদের করতালি গ্রহণ করছেন। সেই সময় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক সবুজ মঞ্চের পূর্ব পাশে দাড়ানো ছিল। এমপি সাহেবকে লক্ষ্য করেই কিলার সদস্য গুলি করেছিল। তা লক্ষ্যহীন হওয়ায় যুবলীগ নেতার ওপর গুলিটি লাগে।
তিনি আরো বলেন, যদি যুবলীগ নেতাকে হত্যার উদ্দেশে গুলি করতো তাহলে সে মালিখিল গ্রাম থেকে মিছিল নিয়ে আসার সময় তাকে গুলি করতে পারতো। তবে মঞ্চের নিকটে কেন গুলি করা হলো। সেই রহস্য পুলিশের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
এ প্রসঙ্গে দাউদকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, আমরা রাতভর অভিযান চালিয়ে ঘাতক মোকারমকে চার রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
The post দাউদকান্দিতে সুবিদ আলী ভুইয়াকে হত্যাচেষ্ঠা, ঘাতক গ্রেপ্তার appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2vqUMCy
July 21, 2017 at 02:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন