আমেরিকা ::
সপ্তাহের পাঁচ দিন অফিস করেন। প্রতিদিন ঘুম থেকে ওঠেন ৫টা ৩০ মিনিটে। ১৫ মিনিট গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ি থেকে বব হোপ বারব্যাংক বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে চড়ে ৯০ মিনিটে যান অকল্যান্ডে। এই সময়ে তিনি পাড়ি দেন ৫৮৬ কিলোমিটার।
প্রতিদিন এভাবেই বিমানে চড়ে অফিস করেন কার্ট ভন বাদিনস্কি। পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। এ ছাড়া সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রযুক্তি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। কর্মস্থলে যেতে প্রতিদিন ছয় ঘণ্টা পাড়ি দিতে হয় তাকে।
বিমানে থাকা অবস্থায় প্রয়োজনীয় কাজকর্মও সেরে নেন তিনি। প্রতিদিনের সব খবরাখবরেও চোখ বুলিয়ে নেন ওই সময়ের মধ্যেই। যখন বুঝতে পারেন তার বিমান অকল্যান্ডে এসে পৌঁছেছে। তিনি তৈরি হয়ে যান পরবর্তী ধাপের জন্য। অকল্যান্ড বিমানবন্দর থেকে সান ফ্রান্সিসকো পৌঁছার জন্য আরেকবার গাড়িতে চড়েন তিনি। এতদূরের পথ পাড়ি দিয়ে নিয়মিত অফিস করেন তিনি।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2uYumri
July 14, 2017 at 02:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন