নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, এবং বাংলাদেশে কোন দিনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করেনা। বর্তমান সরকারতো কোনমতেই সহ্য করছে না। আশা করি এব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। ধর্ম রিপেক্ষতা মানুষের শান্তি শৃঙ্খলা প্রত্যেকে প্রত্যেকের ধর্ম যাতে পালন করতে পারে সেটা বজায় রাখবে।
তিনি আরও বলেন, আপনারা জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার ও জেলা প্রশাসক তিনজন একসাথে মিলে সহযোগিতা করেন, তাহলে আমার দৃঢ় বিশ^াস প্রত্যেকটি জেলার আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং ধর্মিয় শান্তি অনুভুতি সহমর্মিতা বেঁচে থাকবে।
তিনি আজ সকালে কুমিল্লা মহানগরীর কাপড়িয়া পট্টিতে পূননির্মিত শ্রী শ্রী চাঁন্দমনি রক্ষাকালী মন্দির উদ্বোধন কালে এসব কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও কুমিল্লার সাবেক জেলা দায়রা জজ মোঃ ছহুল হুসাইন, সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মোঃ সফিউল্লাহ। এসময় প্রধান বিচার পতির পতœী সুষমা সিনহা উপস্থিত ছিলেন।
The post বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ দেশ -কুমিল্লায় প্রধান বিচারপতি appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2tPk7Id
July 07, 2017 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন