সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের সাবেক শিক্ষা কর্মকর্তাসহ নিহত ২

PicsArt_07-20-08.24.01-620x330

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট সুনামগঞ্জ মহাসড়কের চাঁনপুরে ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসারসহ ঘটনাস্থলে ২ জন নিহত  হয়েছেন। আহত হয়েছেন অন্য যাত্রীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গোলাপগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার চিন্তাহরণ মারা গেছেন বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন।  অন্যজনের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সিলেট থেকে ছাতকের উদ্দেশ্যে যাচ্ছিল সিলেট-থ (১২- ৭৭৬২) সিএনজি অটোরিকশাটি। আর সিলেট আসছিলো মুনায়েম খান বাবুলের মালিকানাধীন ২০-৪৪৯৬ ট্রাকটি। সিলেট-সুনামগঞ্জ সড়কের চাঁনপুরে আসামাত্র অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাক। ধুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত শিক্ষা অফিসার চিন্তাহরণসহ অন্য এক যাত্রী। গুরুতর আহত হন ড্রাইভারসহ অন্য যাত্রীরা। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিন্তাহরণ কর্মস্থল থেকে ছাতকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি বিশ্বনাথেও দীর্ঘদিন শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বনাথে যোগদানের পূর্বে তিনি ছাতকে সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। তাঁর স্ত্রী ডলি রানী দাশ সিলেট নগরীর বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে ২জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে বর্তমান গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত ও ছাতকের সাবেক সহকারী শিক্ষা অফিসার চিন্তাহরণের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (ছাতক-দোয়ারা) মুহিবুর রহমান মানিক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন। তাঁরা নিহত চিন্তাহরণের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gPLKeM

July 21, 2017 at 06:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top