নিউ ইয়র্ক, ২১ জুলাই- চেরি (চেরি ফল) পছন্দ করেন না পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। এসব চেরি পিপাসু মানুষদের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চেরি বাগান মালিকরা মাত্র কয়েক সপ্তাহের জন্য খুলে দিয়েছে তাদের চেরি বাগান। অনলাইনে এ খবর ছড়িয়ে পড়লে চেরি সংগ্রহের লক্ষ্যে বাগানগুলোতে জমে উঠেছে উপচে পড়া মানুষের ভিড় । এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস। এ সুবর্ণ সুযোগ থেকে বাদ পড়ছেন না বাংলাদেশিরাও। বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারি বাংলাদেশিরা দল বেঁধে ছুটছে চেরি বাগানে। অন্যান্য বছরের তুলনায় এবারে চেরি বাগানে বাংলাদেশিদের যাতায়াত বেড়েছে দ্বিগুন। বাগানে বসে ইচ্ছেমত চেরি খাওয়ার সুযোগ রয়েছে। বাগানেই ঘুরে ঘুরে চেরি খাওয়ার জন্য কোন অর্থ পরিশোধ করতে হয় না। শুধুমাত্র বাড়িতে নিতে হলে ওজন অনুসারে অর্থ পরিশোধ করতে হয়। বিনামূল্যে বাগানে বসে চেরি খাওয়ার সুযোগ সব অঙ্গরাজ্যের চেরি বাগানে নেই। সীমিত কিছু অঙ্গরাজ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবুও লোভ সামলাতে না পেরে বাংলাদেশিরা ছুটছেন শুধু চেরি সংগ্রহের জন্য। গত সপ্তাহে কানেকটিকাটের দক্ষিন গ্লাসটোনবুরি চেরি বাগানে গিয়ে দেখা গেছে উপচে পড়া মানুষের ভিড়। অনেকেই বাগানে বসে খাচ্ছেন আর কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতি পাউন্ড চেরির দাম রাখা হচ্ছে ৫ ডলার ৯৯ সেন্ট। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার টাকা প্রতি কেজি। আর/১৭:১৪/২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uIuopF
July 22, 2017 at 12:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন