মুম্বাই, ২৩ জুলাই- তাকে ভারতের অন্যতম প্রথম গ্লোবাল অভিনেত্রী বললে বোধ হয় খুব একটা ভুল হবে না। মাঝখানে বেশ কয়েকদিন কাজ থেকে ছুটি নিলেও আবারও বড়পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অ্যায় দিল হ্যায় মুশকিল-এরপর ফান্নে খাঁ ছবি নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন ঐশ্বরিয়া। কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকবছর তিনি ছিলেন ভারতের একমাত্র মুখ। আন্তর্জাতিক অভিনেত্রী হিসাবে সিনেমায় অবদানের জন্য এবার তাকে সম্মানিত করতে চলেছে দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের এবছরের থিম বৈচিত্রময় ভারতীয় সংস্কৃতি। এবছরের প্রদর্শিত ছবির তালিকায় যেমন জায়গা করে নিয়েছে বিতর্কিত ছবি তেমনি রয়েছে বিভিন্ন অভিনব বিষয় নিয়ে তৈরি ছবি। মোট ২০টি ভাষার ৬০টি ছবি প্রদর্শিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসবে। উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হতে চলেছে অলংকৃতা শ্রীবাস্তবের বিতর্কিত ছবি লিপস্টিক আন্ডার মাই বোরকা। প্রত্যেকবারের মতো এবছরও অনেক তারকা উপস্থিত থাকতে চলেছেন এই ফিল্ম ফেস্টিভ্যালে। ছবি দেখানোর পাশাপাশি ভারতের স্বাধীনতার ৭০ বছরও সেলিব্রেট করা হবে মেলবোর্নে। আর সেই উপলক্ষে মেলবোর্নে জাতীয় পতাকা উত্তোলন করবেন ঐশ্বরিয়া। এই প্রথম কোন ভারতীয় নারী স্বাধীনতা দিবসে অস্ট্রেলিয়ার মাটিতে পতাকা উত্তোলন করবেন। ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বর্তমানে হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ইরফান খানের মতো তারকারা। কিন্তু এদের সবার অনেক আগে হলিউডে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্লোবাল ছবিতে তার অবদানের জন্য তাকে সম্মাননা জানাবে দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন। অস্ট্রেলিয়ায় অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও বেশ ভাল। তাই তাকে এবছর বিশেষ অতিথি হিসেবে বেছে নিয়েছে এই চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2trcg05
July 23, 2017 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top