নয়াদিল্লী, ২৩ জুলাই- আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে নারী বিশ্বকাপের ফাইনাল। লর্ডসের সেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিততে পারুক না পারুক, ভারতের নারী ক্রিকেটারদের পকেটে ঠিকই ঢুকতে যাচ্ছে মোটা অঙ্কের পুরস্কারের টাকা। এবারের নারী বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য শনিবার রাতে ভারতের নারী ক্রিকেট দলের সদস্যদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের বিশ্বকাপ দলের প্রত্যেক সদস্যকেই দেওয়া হবে ৫০ লাখ রুপি করে পুরস্কার। কোচিং স্টাফের সদস্যসহ দলের সঙ্গে যুক্ত অন্য সদস্যরা পাবেন ২৫ লাখ রুপি করে। ফাইনালের আগে দলকে উজ্জীবিত করতেই এই পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। গ্রুপপর্বে ৭ ম্যাচের ৫টিতেই জয়। এরপর সেমিফাইনালে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে মিতালি রাজের দল। বিশ্বকাপের মতো মঞ্চের নারী ক্রিকেট দলের দারুণ এই পারফরম্যান্সে ভীষণ খুশি বিসিসিআই। বিসিসিআইয়ের এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত প্রশাসনিক কমিটির (সিওএ) চেয়ারম্যান বিনদ রায় বলেছেন, আইসিসি নারী বিশ্বকাপে দৃষ্টান্তমূলক পারফরম্যান্সের জন্য ভারত নারী ক্রিকেট দলকে আমি অভিনন্দন জানাতে চাই। মিতালি রাজের নেতৃত্বে মেয়েরা অসাধারণ পারফরম্যান্স করেছে এবং নিজেদের খেলাটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। মিতালি রাজের দলকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্নাও। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, বিসিসিআই দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি এবং সাপোর্ট স্টাফের সদস্যদের ২৫ লাখ রুপি করে নগদ আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করছে। আগামীকাল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বড় ম্যাচ। আশা করি, দল সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uoCL7K
July 23, 2017 at 09:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top