এবছর এইচএসসি পরীক্ষাতেও সবথেকে খারাপ ফল করেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এবার পাসের হার সব থেকে কম ৪৯.৫২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন শিক্ষার্থী।
এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এছাড়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতে ফেল করেছে ৩৮ শতাংশ শিক্ষার্থী।
২০১৬ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৪.৪৯ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ফল কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ।
চলতি বছর এসএসসি পরীক্ষাতেও কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল সবথেকে খারাপ ছিল। এসএসসিতে এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.০৩ শতাংশ।
বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৭২.৭২ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩৮.৩১ শতাংশ ও বাণিজ্য বিভাগ থেকে ৪৯.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2vNkCQo
July 23, 2017 at 03:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন