সুরমা টাইমস ডেস্ক: উপমহাদেশের সেরা গিটারবাদকদের একজন তিনি। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় কনসার্ট আইয়ুব বাচ্চু ছাড়া জমে না। উপমহাদেশের বিভিন্ন দেশ আইয়ুব বাচ্চুর জন্য গিটারের মুর্চ্ছনার জন্য অপেক্ষা করে। সেই তিনি তার শখের ৫টি গিটার বিক্রি করে দিতে যাচ্ছেন। অভিমান করেই তার গিটার বিক্রির উদ্যোগ।
গতকাল আইয়ূব বাচ্চু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমার ভীষণ ইচ্ছে ছিলো আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সাথে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার। যেখানে এই গিটার গুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়ে ও প্রিয় এক একটি গিটার! কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পর ও যখন কোন স্পন্সর পেলামই না গিটার গুলো তরুণদের হাতে তুলে দিতে তাদের মেধার মূল্যায়ন স্বরূপ। তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনবো, দেখবো এবং উৎসাহ দেবো যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন ! কারণ হয়তোবা আমার স্বপ্নটা একটু বেশিই বড়ই ছিলো গিটার নিয়ে! আর তাছাড়া গিটারগুলো রক্ষণাবেক্ষণও বেশ কষ্টকর। ’
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে অসামান্য অবদান রাখা বাচ্চু লেখেন, আমি ঠিক করেছি -প্রথম এই ৫টা গিটার বিক্রি করে দেবো তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। এই অফারটা শুধু গত (বুধবার)থেকে শুরু হয়েছে, আগামী ৫ দিনের জন্য থাকবে মাত্র। গিটার কেনার জন্য যোগাযোগের একটি মোবাইল নম্বর দিয়েছেন। সেটি হলো- +880 1973020840
বিক্রির তালিকায় পাঁচটি গিটার হলো- (১) ErnieBall MUSIC MAN #AXIS, made in USA (২) CARVIN #JB, made in USA (৩) CARVIN, made in USA (৪) CHARVEL, made in USA ও (৫) ErnieBall MUSIC MAN #JP
শুধু বাংলাদেশে সঙ্গীতশিল্পীদের প্রস্থান হয় সবচেয়ে দুঃখজনকভাবে। অনেক কিংবদন্তীতুল্য সঙ্গীতজ্ঞরা জীবনের শেষ বেলায় চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। অসহায়ের মতো মানুষের নিকট হাত পেতেছেন। সেখানে আইয়ুব বাচ্চু স্পন্সর পাননি এটাকে অস্বাভাবিক মনে করছেন বাচ্চুর মতো অভিমানী অনেক শিল্পী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2txWlOi
July 07, 2017 at 07:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন