নির্বাচনী ইশতেহার দিয়ে আমরা তা ভুলে যাই না- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুরমা টাইমস ডেস্ক: শেখ হাসিনা তার দলের নির্বাচনী ইশতেহার ও তা বাস্তবায়ন প্রসঙ্গে বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যাই না। বরং আরও কিভাবে বেশি উন্নয়ন করা যায় তা নিয়ে আমরা চিন্তা করি। ২০০৯ সালে সরকার গঠন করে যে উন্নয়নে ধারা শুরু করেছি তা ধরে রাখতে পেরেছি। জনগণ সুফল পেয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য ও বিভাগসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল হক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন।

চলতি অর্থবছরের বিশাল বাজেটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রকল্পগুলো যেন ইলাস্টিকের মতো টেনে নেওয়া না হয়।

বর্ষাকালে কাগজ-পত্রের যতো কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলতে হবে। যখনই বর্ষা নেমে যাবে, সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে হবে। যে কাজগুলো ঘরে বসে করার, তা বর্ষাকালেই সেরে ফেলতে হবে। তাহলে বর্ষা শেষের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে করে দিলে প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রচুর সময় পাবো। অধিক কাজ বাস্তবায়ন করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, আমরা ২৯ জুন বাজেট পাস করেছি, ৬ জুলাই কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছি। এর ফলে বাজেটের প্রকল্পগুলো বাস্তবায়ন করার বেশি সময় পাবো।

এবারের বিশাল বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়েই এ বাজেট বাস্তবায়ন করবো। তিনি বলেন, সরকার হিসেবে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, কীভাবে দেশ ও জাতির উন্নয়ন করা যায়। একটি মানুষও গৃহহারা থাকবে না। একটি মানুষও অভুক্ত থাকবে না। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর দেশ ১৯৯৬ সাল পর্যন্ত ২১ বছর অন্ধকারে ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের ভাগ্য থেকে ২১ বছর হারিয়ে গেল। তারপর নানা সংগ্রামের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এলাম। দেশের জনগণ প্রথমবারের মতো উপলব্ধি করতে পারলো সরকার জনগণের জন্য।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sUnIAa

July 07, 2017 at 07:43PM
07 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top