পরমাণু অস্ত্র নিষিদ্ধ করতে সায় দিল ১২২টি দেশ

ওয়াশিংটন, ৮ জুলাইঃ রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রস্তাবে সায় দিল ১২২টি সদস্য দেশ। তবে বৈঠকে উপস্থিত ছিল না কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্র। প্রস্তাবের বিরোধিতা করেছে নেদারল্যান্ড। ছিলেন না সিঙ্গাপুরের কোনো প্রতিনিধি। কিন্তু তা সত্ত্বেও যেভাবে ১২২টি দেশ প্রস্তাবে সম্মতি দিয়েছে তাকে ঐতিহাসিক বলে দাবি করেছেন ইউএন কনফারেন্সের প্রধান এলাইনি হোয়াইট গোমেজ।

এলাইনি হোয়াইট বলেন, ১৯৪৫ সালে হিরোসিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের পর থেকে গত সাত দশকের আণবিক ক্ষেত্রে নিরস্ত্রীকরণের ইতিহাসে এই প্রস্তাবটি সব থেকে বড়ো সাফল্য হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এরফলে ইউরোপ ও উত্তর এশিয়ার ভবিষ্যৎ আরও সুরক্ষিত হল। তাঁর আশা, ভবিষ্যতে পরমাণু শক্তিধর দেশ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চিন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইজরায়েলও এই প্রস্তাবে সম্মতি জানাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tsTBmO

July 08, 2017 at 08:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top