আজ থেকে স্বর্ণের দাম বাড়লো

সুরমা টাইমস ডেস্ক;

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রায় তিন মাস পর স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে জানায়,আজ শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় সমন্বয় করতে দেশের বাজারে দাম বাড়ানো হচ্ছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

দেশের স্বর্ণের দোকানে বৃহস্পতিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৪ হাজার ৮৪৪ টাকায় বিক্রি হয়েছে।

জুয়েলার্স সমিতি জানায়, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

এর আগে গত ৮ মে স্বর্ণের দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে টানা কয়েক দফা দাম বাড়ানো হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uCe2yv

July 28, 2017 at 01:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top