ঢাকা, ২২ জুলাই- কোথাও কেউ নেইর বাকের, অয়োময়ের মীর্জা সাহেব, আগুনের পরশমনির মুক্তিযোদ্ধা নূর- এসব চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় ওঠা আসাদুজ্জামান নূর বলেছেন, হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের স্বাদ তিনি আর কারও নাটকে পাননি। হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ম্যাড থেটারের নদ্দিউ নতিম নাটকের প্রদর্শনীতে এসে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে হুমায়ূন আহমেদ কাব্যিক ও অতিনাটকীয় নাট্যধারায় আমূল পরিবর্তন এনেছিলেন। হুমায়ূন তার নাটকে মানুষের মুখের কথা, বুকের কথা, প্রতিদিনের কথা বলতেন। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এখন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী। তাকে দেখে এখনও অনেকের মনে পড়ে হুমায়ূনের কোথাও কেউ নেই নাটকের চরিত্র বাকের ভাইর কথা। জনপ্রিয় নানা চরিত্রে অভিনয়ের জন্য এখনও অনেকের আগ্রহের কেন্দ্রে তিনি। এই প্রসঙ্গ টেনে নূর বলেন, আজকে যারা আমাকে দেখতে আসে তাদের অনেকের দাদা-দাদিরাও হয়ত আমাদের নাটক দেখেনি। তারপরেও তারা আসছে ওই সব চরিত্রে অভিনয়ের জন্য, এই যে স্বাদ তা হুমায়ূন আহমেদের নাটক ব্যতীত কোথাও পেলাম না। হুমায়ূন আহমেদের গল্প-সংলাপ অত্যন্ত শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি। বহুব্রীহি, অয়োময়, নক্ষত্রের রাত ও কোথাও কেউ নেই নাটকগুলোর উদাহরণ টেনে নূর বলেন, এসব নাটকে কিন্তু কোথাও কোনো কমেডি চরিত্র নেই। কিন্তু এই নাটকগুলোতে লোক হাসানোর যথেষ্ট উপাদান, সংলাপ ছিল। সামরিক শাসনের সময় বহুব্রীহি নাটকে পাখির মুখ দিয়ে বলানো তুই রাজাকার উক্তিটি স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণার প্রকাশভঙ্গি হিসেবে মুখে তুলে নেয় বাংলাদেশের মানুষ। আসাদুজ্জামান নূর বলেন, দম বন্ধ করা এক পরিবেশে মন খুলে কথা বলতে পারতাম না, তখন তার সেই উক্তি সারা দেশে হৈ চৈ ফেলে দেয়। সামাজিক অন্যায়, অনিয়মের বিরুদ্ধে তার প্রতিবাদের দক্ষতা, কৌশল ছিল। নূহাশ পল্লীতে হুমায়ূনের কবরে কখনও যাবেন না জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, হুমায়ূনের শেষ দিনগুলোতে আমি তার পাশে ছিলাম।সে দিনগুলো কখনও ভোলার নয়। তিনি বেঁচে থাকবেন তার অসাধারণ সব সাহিত্যকর্মের মধ্যে। হুমায়ূন আহমেদ রচিত প্রথম টিভি নাটক প্রথম প্রহরর কয়েকটি সংলাপে মাত্র দেড় মিনিটের একটি চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। পরে তিনি অভিনয় করেন এইসব দিনরাত্রি ধারাবাহিকের রফিক, মাটির পিঞ্জিরার নান্দাইলের ইউনূস, শঙ্খনীল কারাগারর কলেজপড়ুয়া বেকার যুবক, চন্দ্রকথার দাম্ভিক জমিদারসহ হুমায়ূনের সৃষ্টি করা অনেক চরিত্রে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uJwbuM
July 22, 2017 at 07:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন