কলকাতা, ১৫ জুলাই- নামী টেলিভিশন চ্যানেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ফেসবুকে টোপ! আর সেই টোপে পা দিয়েই প্রতারিত হলেন টালিগঞ্জের এক অভিনেত্রী। অভিযোগ, এটিএম কার্ডের নম্বর এবং পিন জেনে নিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। এক তদন্তকারী আধিকারিকের বক্তব্য, তদন্ত চলছে। সাইবার থানার সাহায্য নেওয়া হবে। পুলিশ সূত্রের খবর, অভিনেত্রীর নাম চন্দনা ঘোষ। বাড়ি বরাহনগরের দেশপ্রিয়নগরে। বৃহস্পতিবার এবেলাকে চন্দনা জানান, গত বৃহস্পতিবার শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফেসবুকে মেসেজ করে। নিজেকে এক নামী চ্যানেলের কর্তা হিসাবে দাবি করে সে। চন্দনা বলেন, আমাকে বলা হয়, আমার ছবি দেখে পছন্দ হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে আমার সঙ্গে কাজ শুরু করতে চায়। বলা হয়, প্রথম দফায় আড়াই লক্ষ এবং দ্বিতীয় দফার কাজের জন্য চার লক্ষ টাকা দেওয়া হবে আমায়। অভাবের সংসারে ভাল কাজের সুযোগ আসছে ভেবে রাজি হয়ে যাই। পরে ফের ফোন পান চন্দনা। এবার রাজদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তি নিজেকে ওই চ্যানেলের আরেক কর্তা হিসাবে পরিচয় দেয়। নিজেকে এক নামী পরিচালকের ভাই হিসাবেও দাবি করে সে। চন্দনার কথায়, ওই পরিচালকের নাম করায় আমার কোনও সন্দেহ হয়নি। আমায় চুক্তির টাকা পাঠানো হবে বলে এটিএম কার্ডের নম্বর এবং পিন জেনে নেয় ওই ব্যক্তি। ওটিপি-ও (ওয়ান টাইম পাসওয়ার্ড) জেনে নেয়। কিছুক্ষণের মধ্যেই চন্দনার ফোনে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার মেসেজ আসে। সঙ্গে সঙ্গে রাজদীপকে ফোনের চেষ্টা করেন চন্দনা। কিন্তু যোগাযোগ করতে পারেননি। বিষয়টি ব্যাঙ্কে জানিয়ে দ্রুত এটিএম কার্ড ব্লক করান চন্দনা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ukgOcq
July 15, 2017 at 07:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top