নিজস্ব প্রতিবেদক : সিলেটের রিকাবীবাজার রথ মেলার জুয়ার আসর থেকে ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে জালালাবাদ থানাধিন আখালিয়ার ব্রাক্ষণশাসনের সজল পালের ছেলে সনিজত পাল (২২), একই এলাকার মৃত রহমত উল্লার ছেলে কাইসার আহমদ (৪০), সুবুধ দেবের ছেলে ইমন দেব (২২), একই থানার গোয়াবাড়ি এলাকার আতিক মিয়া শিকদারের ছেলে রাসেল শিকদার (৩০), আখালিয়ার সমর আচার্য্যর ছেলে টিটু আচার্য্য (২৮) এবং কোতোয়ালী থানাধিন শেখঘাট ২৩৪ নং বাসার আব্দুল বাছিতের ছেলে শুভ আহমদ (২২)।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, গ্রেফতারকৃতদেরকে প্রসিকিউশনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sfgbMI
July 02, 2017 at 04:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.