মুম্বাই, ০২ জুলাই- বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সোশ্যাল মিডিয়ায় তার নিজের ভক্তদের কখনই নিরাশ করেন না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি দিয়ে ভক্তদের নিজেদের আপডেট জানাতে থাকেন তিনি। সম্প্রতি কসমোপলিটান ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন এই বলিউড ডিভা। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করতেই উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যায়, ম্যাগাজিনের হয়ে টপলেস ফটোশুট করেছেন জ্যাকলিন। সেই ছবি দেখে অনুরাগীরা তার প্রশংসা করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই তার এমন বোল্ড ফটোশুটের জন্য নিন্দাও করেছেন। আপাতত তিনটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন জ্যাকলিন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জেন্টলম্যান, বরুণ ধাওয়ানের সঙ্গে জুড়য়া ২ এবং সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ড্রাইভ-এ জ্যাকলিন স্ক্রিন শেয়ার করবেন বলে জানা গেছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t5dyzT
July 02, 2017 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top