বাংলাভাগের বিরুদ্ধে সরব জনসাধারণ, গুরুংয়ের কুশপুতুল দাহ

গয়েরকাটা, ২ জুলাইঃ বাংলাভাগের বিরুদ্ধে রবিবার এক অভিনভ কায়দায় প্রতিবাদ জানাল গয়েরকাটা ব্লক গঠন সমন্বয় কমিটি। এদিন কমিটির পক্ষ থেকে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের প্রতীকী শবদেহ নিয়ে শেষযাত্রার আয়োজন করা হয়। এই প্রতীকী শেষযাত্রায় অংশগ্রহণ করেন গয়েরকাটার কয়েকশো মানুষ। এই শেষযাত্রা গয়েরকাটার সুভাষপল্লী থেকে শুরু হয়ে গয়েরকাটার বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

এদিনের এই শেষযাত্রায় মানুষের পক্ষ থেকে বাংলাকে অটুট রাখা, নেপালিদের সঙ্গে নিয়েই সমগ্র বাংলার উন্নয়ন এবং বাংলা ভাগের চক্রান্তকারী নেতা বিমল গুরুংকে ধিক্কার জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে তাদের দাবি, কোনোভাবেই যেন দার্জিলিংকে বিচ্ছিন্ন না করা হয়।

এই প্রতীকী শেষযাত্রার পর এদিন গয়েরকাটা চৌপথিতে বিমল গুরুংয়ের কুশপুতুল দাহ করাও হয়। গয়েরকাটা ব্লক গঠন সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাভাগের চক্রান্তকে উসকে দিয়ে বিমল গুরুং বাংলার তথা দেশের প্রতিটি মানুষের মন থেকে চিরতরে বিদায় নিয়েছেন। তাই এই চক্রান্তকারীর মৃত্যুতে প্রতীকী শেষযাত্রা এবং কুশপুতুল দাহ করা হয়। আগামী দিনেও বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে বলেও হুমকি দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uxTeW4

July 02, 2017 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top