কলকাতা, ২৯ জুলাই- নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলা ভাষাভাষী গুণীদের প্রতিবছর পুরস্কৃত করে কলকাতার আনন্দবাজার পত্রিকা। এর ধারাবাহিকতায় এবার আনন্দবাজার সেরা বাঙালির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার কলকাতায় জমকালো অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেসের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। এ বিষয়ে মাশরাফি সাংবাদিকদের বলেন, এ ধরনের স্বীকৃতি আনন্দের। পুরস্কার মানুষকে ভালো কাজ করতে প্রেরণা জোগায়। পুরস্কার নিতে শুক্রবার বিকেলে পরিবার নিয়ে কলকাতা যাচ্ছেন ম্যাশ। সেখানে কয়েক দিন সময় কাটাবেন এই জনপ্রিয় ক্রিকেটার। ৩ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল এ পুরস্কার পেয়েছিলেন। সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হাতে ওঠে সেরা বাঙালি ক্রিকেটারের পুরস্কার। এমএ/ ০৭:৪৯/ ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tLmU1P
July 29, 2017 at 01:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top