সুরমা টাইমস ডেস্ক ::মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাংলাদেশ থেকে সরাসরি লোক নেওয়া বন্ধ রাখলেও মানব পাচারকারী চক্র সেসব দেশেও মানব পাচার করছে আসছে ,দেশে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ বা বিভিন্ন গুরুতর অপরাধ সংঘটিত হয়। কিন্তু কিছুদিন পর আসামিকে আমরা আর খুঁজে পাই না। তদন্ত করে প্রায়ই দেখা যায়, ওই অপরাধী দেশের বাইরে চলে গেছে। আবার কেউ কেউ ভিন্ননামে একাধিক জাল পাসপোর্ট করে সংঘবদ্ধ ভাবে চালিয়ে যাচ্ছে প্রতারণা
আসল পাসপোর্ট-ভিসা করতে সময় লাগে। এক্ষেত্রে ওইসব অপরাধী জাল ভিসা-পাসপোর্ট তৈরি চক্রের সাহায্য নিয়ে সহজেই যেতে পারছে দেশের বাহিরে,আর ভুক্তভোগী অভিযোগ করে সুফল পাচ্ছেন না, অপরাধী রয়ে যাচ্ছে ধরা ছোঁয়া বাহিরে,এই ভাবে নকল ভিসা এর আর জাল পাসপোর্ট এর প্রতারক চক্র হাতে সবকিছু হারিয়ে নিশ্য হচ্ছে শত শত মধ্যবৃত্ত পরিবার,অল্প আয়ের এই পরিবার গুলা শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে প্রতারণা শিখার হচ্ছে, এর কাজ করে সংঘবদ্ধ চক্র মাধ্যমে তাদের উদ্দেশ প্রতারণা, এমন একটি চক্র সন্ধান পেয়েছে আমদের অনুসন্ধানী টিম, যাদের মুল কাজ হল বাংলাদেশ এর বিভিন্ন জেলা থেকে ভালো টাকা আয় দেখিয়ে লোক সংগ্রহ করা , দালাল মাধ্যমে লোক মধ্যপ্রদেশ প্রচার করা,তাদের রয়েছে বিশাল চক্র তাদের মাধ্যমে লোক সংগ্রহ করে জাল পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট পাঠানো হয় দেশ এর বাহিরে, লোক টকানো জন্য জাল ভিসা সহ পাসপোর্ট আসে গ্রাহক এর হাতে, তাদের শর্ত মুতাবেক, ভিসা হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করতে হয়, জালিয়াত চক্র শক্তিশালী হওয়াতে, তারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মধ্যপ্রাচ্য পযন্ত পার করে নিচ্ছে সহজে কিন্ত যখন মধ্যপ্রাচ্য এয়ারপোর্ট এ জাল ভিসা ও পাসপোর্ট প্রমান হয় তখন প্রতারক চক্র কেউ পাশে থাকেনা বা যোগাযোগ করে কোন সুফল পাওয়া যায় না, তখন সব কিছু হারিয়ে নৃস্য ও হতাশ হয়ে জেল ও জরিমানা সহ নানা ভুগান্তির শিখার হতে হয় বিদেশ গামীকে,তেমনি একটি চক্র হল, সিলেট এর ছাতক থানার দক্ষিন খুরমা ইউনিয়ন মর্য্যাদ গ্রামের ইউনুস আলীর ছেলে আজি। তিনি বিভিন্ন ব্যাক্তির পরিচয়ে পাসপোর্ট তৈরি করেন। আবার তিনি দুবাই প্রবাসি, বিভিন্ন পরিচয় দিয়ে শ্রমিকের টাকা আত্বসাত করে পালিয়ে আছেন ,তিনি বিভিন্ন নামে, বিভিন্ন সময়ে একদিক পাসপোর্ট ব্যবহার করে চালিয়ে আসছেন প্রতারণা দেশ এর বাহিরে থেকে, অনুসন্ধান এ জানা যায় একই ব্যক্তি ৩টি পাসপোর্ট ব্যবহার করে চালিয়ে আসছেন প্রতারনা,নিম্মে ভিন্ন জেলা থেকে করা জাল পাসপোর্ট এর নাম্বার ও নাম দেয়া আছে
১।পাসপোর্ট নংc1708145
নাম: মো :তাজ
পিতা- ইউনুস আলী
মাতা-জয়ধন মালা
থানা-ছাতক জেলা-সিলেট
২।পাসপোর্ট নং-BB 0349825
নাম: নুরুল হক
পিতা-নুরুল ইসলাম
মাতা-জহুরা বেগম
থানা-সাতক্ষিরা
জেলা-চট্টগ্রাম
৩।পাসপোর্ট নং-B 0925496
নাম: ইমরান হাসান
পিতা-সুওয়াব আলী
মাতা-নাসিমা বেগম
থানা-মুহাম্মদপুর
জেলা-মাগুরা।
তার অন্যতম সহযোগী হিসেবে কাজ করে বাংলাদেশ থেকে আপন ছোটভাই ইউসুফ আলী তাদের কবল এ পড়ে নিস্য হয়েছে অনেকই বিগত দিনে অভিযোগ করে সুফল হয় নি, তারা আইনের ডগার উপর বসে চালিয়ে যাচ্ছে তাদের জালিয়াত ব্যবসা, পর্ব ১,
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ta4uaU
July 18, 2017 at 10:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন