ভারতীয় ব্যবসায়ী নেতার মৃত্যুতে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরে শনিবার সকাল থেকে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে বলে আমদানী রপ্তানী গ্রুপের সাধারন সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান। শনিবার সকালে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি শ্রী রাম চন্দ্র ঘোস পরলোক গমন করায় তার প্রতি শোদ্ধা জানিয়ে মহদিপুর স্থলবন্দর ও সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে বলে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুকুমার সাহা ও মহদিপুর স্থলবন্দও সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী ভুপতি মন্ডল জানান।
অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও অন্যান্ন কাজ স্বাভাবিক ভাবে চলছে। এছাড়া ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি শ্রী রাম চন্দ্র ঘোসের মৃতুতে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর ভাবে মর্মাহত ও আর আত্মার শান্তি কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2hbXj0j

July 29, 2017 at 06:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top