আত্মহত্যা করেছেন সংগীত পরিচালক মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদ!

সুরমা টাইমস ডেস্কঃ আত্মহত্যা করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক, মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদ। তিনি নিজেও এই প্রজন্মের অন্যতম ব্যান্ড ম্যাকানিক্স-এর গিটারিস্ট ছিলেন।

একটি সূত্র নিশ্চিত করেছে- আজ, শনিবার (২২ জুলাই) বিকালে জাহিন আহমেদ নিজ বাসায় আত্মহত্যা করেন। তবে এর কারণ এখনও জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ জাহিনের মরদেহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মানাম আহমেদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ব্যান্ড ম্যাকানিক্স-এর ভোকাল ত্রিদিব বলেন, ‘এখন এই বিষয়ে কোনও কথা বলতে পারছি না।’

এদিকে ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বলেন, ‘জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন। তার গলায় দড়ি দিয়ে ফাঁস নেওয়ার চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি ধানমন্ডি থানা সুরতহাল করেছে।’

লেনিন আরও জানান, জাহিন আহমেদ শনিবার (২২ জুলাই) আনুমানিক বেলা তিনটা নাগাদ ধানমণ্ডির নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন। ৩টা ৩৫ মিনিট নাগাদ মানাম আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় চেকআপ শেষে বিকাল ৪টা ৪০ মিনিট নাগাদ জাহিনকে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে কাল (রবিবার) বাদ জোহর জাহিনের মরদেহ দাফন করা হবে মোহাম্মদপুর কবরস্থানে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tq5JCI

July 22, 2017 at 11:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top