নিজস্ব প্রতিবেদক: সিলেটে মোবাইল চুরির অভিযোগে মারধরের অপমান সইতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলাটি করেছেন মৃত রিয়াজুল হক ভূঁইয়া রাজুর বাবা নুরে আলম ভূঁইয়া টিটু। এতে হত্যা প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
মামলায় ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মনোয়ার হোসেন। তিনি শহরতলীর খাদিম এলাকার চাতল গ্রামের রহমত আলীর ছেলে। বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন এ তথ্য দিয়েছেন। মঙ্গলবার (১০ জুলাই) রাতে রাজু আত্মহত্যা করেন। পরদিন পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রানা নামের এক বন্ধু রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় চাতল বাজারে,সেখানে মোবাইল চুরির অভিযোগ তুলে রাজুকে মারধর করা হয়।
খবর পেয়ে রাজুর বাবা নুর আলম টিটু ও মা রোকসানা বেগম ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে বাসায় ফেরার পর রাত ১০টার দিকে বাসায় আত্মহত্যা করে রাজু। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vo2WL5
July 15, 2017 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন