ইউরোপ ::পারমাণবিক বোমা তৈরির জন্য ধারণার চেয়ে অনেক বেশি প্লুটোনিয়ামের মজুদ রয়েছে উত্তর কোরিয়ায়। মার্কিনদের এক পর্যবেক্ষক এ তথ্য জানিয়েছেন।
উত্তর কোরিয়ার মূল পরমাণু কেন্দ্র ইয়ংবিওন থেকে পাওয়া ছবি ও তথ্য পর্যালোচনা করে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত পর্যবেক্ষক সংস্থা ‘৩৮ নর্থ ওয়েবসাইট’ শুক্রবার বলেছে, গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত উত্তর কোরিয়া অন্তত দু’বার জ্বালানি হিসেবে প্লুটোনিয়ামের ব্যবহার করেছে।
উত্তর কোরিয়া সহায়তার বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় ২০০৭ সালে তাদের মূল পরমাণু কেন্দ্র ইয়ংবিওন এর কার্যক্রম বন্ধ করে। কিন্তু ২০১৩ সালে তৃতীয় পরমাণু অস্ত্রের পরীক্ষার পর এটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।
উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে ভূগর্ভে মোট ৫টি পারমাণবিক পরীক্ষা চালায়। গত সপ্তাহে প্রথমবারের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2upP1Xl
July 15, 2017 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন