সিলেটে আবার ও সক্রিয় ভয়ংকর নারী চোর চক্র

সুরমা টাইমস ডেস্কঃচুরি ছিনতাই এমনকি ভয়ংকর সব কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে এই নারী চোর চক্র প্রশাসনের চোখ ফাকি দিয়ে এমন কোন কাজ নেই যা তারা করেনা,দীর্ঘ দিন যাবত তারা পুণ্যভূমি সিলেটে তাদের এ অপরাধের রাজত্ব কায়েম করে যাচ্ছে সুরমা টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসছে এ চক্রের ভয়ংকর সব তথ্য অনুসন্ধানে জানা যায়,সিলেটে সংঘবদ্ধ ভাবে এ সমস্ত অপরাধে জড়িত রয়েছে বেশ কয়েকটি চক্র এ চক্রের সদস্যরা নগরীতে অভিনব সব কৌশল চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম আর প্রতিনিয়ত তাদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ। সিলেটে নারী প্রতারক চক্রের প্রতারনায় বিভিন্ন কৌশল ও কিভাবে তারা ছিনতাই করে এমন কিছু গোপন তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ নারী চোর চক্রের একটি অংশের হোতাদের মধ্যে রয়েছে সুমি,নাজমা,রুজিনা ও কমলা(ফাতেমা) সহ রয়েছে প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল।এ দলের নেতৃত্ব দানকারী কুখ্যাত চোর হচ্ছে কমলা ওরফে ফাতেমা এ চক্রটি চুরি ছিনতাইয়ে একেক সময় একেক পন্থা অবলম্বন করে থাকে তারা নগরীর বিভিন্ন হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্ট্রারে সাধারন রুগির বেশে উপস্তিত হয়ে কাংখিত শিকার বাছাই করে তার পর রুগির লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় টার্গেট ক্রিত ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দিয়ে তার সাথে থাকা ব্যাগ থেকে মোবাইল টাকা পয়সা মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে তাদের সহযোগীর কাছে পাচার করে দেয় তারা যখন এ ধরনের অপারেশন চালায় তখন তাদের সহযোগীরা নির্দিষ্ট জায়গার আশেপাশে বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে থাকে এ সমস্ত কাজে তাদের কিছু নির্দিষ্ট সিএনজি অটো রিক্সা থাকে যাতে কাজ শেষ করার পর খুব দ্রুতগতিতে তারা ঘটনাস্থল ত্যাগ করতে পারে।তাছাড়া বিভিন্ন বিয়ের অনুষ্টানে বর আগমন অথবা কনে বিদায়ের সময় তরুণীরা যখন ভীড় করে তখন অত্যন্ত সুকৌশল এ চক্রের সুন্দরী নারী সদস্যরা ভিড়ের মধ্যে ঢুকে মহিলাদের সাথে থাকা মোবাইল স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে চম্পট দেয়। বিয়ের সেন্টার থেকে পালানোর ধরনেও রয়েছে তাদের অভিনবপন্থা,বিয়ের সেন্টারে যখন এ চোর চক্র প্রবেশ করে তখন তাদের পরনে থাকে বোরকা কিন্তু বের হবার সময় তারা খুলে ফেলে আবার কিছু কিছু ক্ষেত্রে তার ঠিক উল্টো পন্থা অবলম্বন করে। হযরত শাহজালাল (রহ) ও হযরত শাহপরান(রহ)এর মাজার ঘিরে এ চোর চক্রের উপস্থিতি লক্ষণীয় প্রত্যেকটি মাজারে তারা ভক্তদের সাথে মাজারে উপস্থিত হয় মাজারে টার্গেট ক্রিত মহিলা যে স্থানে অজু করতে বসেন ঠিক তারই পাশে চোর চক্রের সদস্য ও অজু করতে বসে এসময় কৌশলে মহিলাটির সাথে থাকা হাত ব্যাগ থেকে মোবাইল টাকা ইত্যাদি ছিনিয়ে নেয় এমনকি তাদের টার্গেট ক্রিত মহিলাটি নামাযের সেজদারত অবস্থায় থাকা কালীন সময়ে তার ব্যাগ থেকে মোবাইল টাকা ইত্যাদি ছিনিয়ে নেয় এই চক্র।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vjv6e3

July 31, 2017 at 02:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top