সুরমা টাইমস ডেস্ক :: সিলেটে ছাত্রলীগকর্মীদের ওপর গুলি ছোড়ার ঘটনায় গ্রেফতার হয়নি যুবলীগের অস্ত্রবাজরা। ঘটনার পর দুইদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কোন অস্ত্রও। পুলিশ বলছে, ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সিলেটের দক্ষিণ সুরমাস্থ আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে অদূরে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম স্মরণে গঠিত ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ’র অভিষেক ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান ছিল গত শুক্রবার রাতে। অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে জাকির আহমদ খোকা, জামিল আহমদ ও সোহেল নামের তিন ছাত্রলীগকর্মী আহত হন। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তন্মধ্যে খোকা ও জামিল সহোদর। গুরুতর আহত জামিলকে শুক্রবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় খোকা ও জামিলের চাচা আবদুল আহাদ বাদী হয়ে গত শনিবার মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলায় মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকিরকে প্রধান আসামি করা হয়। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা এরা সবাই যুবলীগ নেতা জাকিরের অনুসারী বলে জানা গেছে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত এদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনায় ব্যবহৃত কোন অস্ত্রও উদ্ধার করা হয়নি।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানান, কাউকে গ্রেফতার বা অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uaohXd
July 31, 2017 at 02:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন