সুরমা টাাইমস ডেস্ক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লাহ জামিনের আবেদন নাকচ করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মইনুল হোসেন তার জামিন শুনানি করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘মামলার এজাহারে আসামির নাম নেই। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আটক আছেন। তিনি সম্পূর্ণ নির্দোষ, তাই আসামিকে জামিন দেওয়া হোক।’
শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।
প্রসঙ্গত, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। গত বছরের ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই দ্বিতীয় দফায় আদালত তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ আগস্ট প্রথম দফায় হাসনাতের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2u8C4kY
July 12, 2017 at 07:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন