গত বিপিএলে সেমিফাইনালিস্ট দল ছিল খুলনা টাইটান্স। জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই ছিল দলটির দায়িত্বভার। তার হাত ধরেই বহুদূর এগোয় দলটি। আজ (বুধবার) দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে খুলনা ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ সংবাদ সম্মেলনে জানালেন এবারও রিয়াদের কাঁধে থাকবে খুলনার দায়িত্বভার। এদিকে সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন মাহেলা জয়াবর্ধনে। টাইটান্সের নতুন কোচ হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। গত বিপিএলে খেলোয়াড় হিসেবে (ঢাকা) থাকলেও এবার নতুন ভূমিকায় দেখা যাবে জয়াবর্ধনেকে। খুলনার হয়ে দেখা যাবে তাকে। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বহুবার এসেছি। এখানে সুখস্মৃতি আছে। আশা করি বিপিএলে এবার বেশকিছু সুখস্মৃতি নিয়েই শেষ করতে পারব। আমি গতবারেও এখানে খেলেছি। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হয়। গতবার ক্রিকেটার হিসেবে খেললেও এবার কোচ হিসেবে খেলবে। আর রিয়াদ অসাধারণ একজন অধিনায়ক। তার নেতৃত্বে খুলনা ভালো কিছু করে দেখাবে। আমি সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এছাড়া দলের উপদেষ্টা সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আমরা যদি স্থানীয় সংগ্রহ ভালো করতে পারি, তাহলে ড্রাফটের মাধ্যমে ভালো খেলোয়াড়দের নিতে পারব। আর বিদেশি খেলোয়াড়দের সংগ্রহ আমাদের ইতোমধ্যেই ভালো। খুলনার গত মৌসুমের বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেবল জুনায়েদ খান রয়েছেন। জুনায়দে খান ছাড়াও খুলনা শিবিরে এবার বিদেশি খেলোয়াড় হিসেবে থাকছেন শাদাব খান, সরফরাজ আহমদে, ক্রিস লিন, রিলে রুশো, সেকুগে প্রসন্ন। এছাড়া কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবোটকে দলে টেনেছে খুলনা টাইটান্স। এআর/১৮:৪০/০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2spCX4C
July 06, 2017 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top