ঢাকা,০৫ জুলাই- গতবারের সেমিফাইনালিস্ট খুলনা টাইটান্স দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট তারকা মাহেলা জয়াবর্ধনেকে। দলের সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আজ বাংলাদেশে এসেছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পর বিপিএলের খুলনা টাইটান্সের সঙ্গে কাজ করতে পারাকে বড় সুযোগ বলে উল্লেখ করেছেন তিনি। খুলনা টাইটান্সের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে আজ হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের মুখোমুখি হন জয়াবর্ধনে। খেলোয়াড় হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবশেষ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন তিনি। বিপিএলের পঞ্চম আসরে খুলনা টাইটান্সের কোচ হিসেবে প্রতিপক্ষ বধের ছক আঁকবেন মাহেলা। মাহমুদউল্লাহদের খুলনা টাইটান্সের দায়িত্ব পাওয়া নিয়ে সাংবাদিকদের জয়াবর্ধনে বলেন, খুলনা টাইটান্সের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ সুযোগ। আমি এ চ্যালেঞ্জ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। খুলনার গত মৌসুমের বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেবল জুনায়েদ খান রয়েছেন। জুনায়দে খান ছাড়াও খুলনা শিবিরে এবার বিদেশি খেলোয়াড় হিসেবে থাকছেন শাদাব খান, সরফরাজ আহমদে, ক্রিস লিন, রিলে রুশো, সেকুগে প্রসন্ন। এছাড়া কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবোটকে দলে টেনেছে খুলনা টাইটান্স। এআর/১৮:৪৫/০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tHNufw
July 06, 2017 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top