ঢাকা, ১৬ জুলাই- যৌতুকের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার সানির অনুপস্থিতিতে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ পরোয়ানা জারি করেন। সানির আইনজীবী জুয়েল আহমেদ পরিবর্তন ডটকম-কে বলেন, স্ত্রীর করা এ মামলায় সানি অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। আজ আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানান তিনি। উল্লেখ্য, সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা ৫ জানুয়ারি তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২২ জানুয়ারি সানিকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন তার একদিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। এদিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড চলাকালে সানির বিরুদ্ধে ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় আরাফাত সানিকে ৫ এপ্রিলের মধ্যে হাজির হতে সমন জারি করেন আদালত। ওইদিন আদালতে হাজির হয়ে জামিন নেন সানি। এরপর ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমানের আদালতে আরো একটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মাদপুর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার বিবরণে জানা যায়, প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে আরাফাত সানির সঙ্গে নাসরিন সুলতানার ঘনিষ্ঠতা হয়। অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নাসরিন সুলতানা বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তুলে নেওয়ার জন্য আরাফাত সানিকে তাগিদ দেন। কিন্তু আরাফাত সানি তার কথা না শুনে ভয়ভীতি দেখান। গত বছর ১২ জুন রাতে আরাফাত সানি নাসরিন সুলতানার নাম এবং মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই আইডি থেকে নাসরিন সুলতানার আসল আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি পাঠান। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকেন। পরে সমঝোতার ভিত্তিতে নাসরিন লিখিত দিলে ১৫ মার্চ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম ৫০ হাজার টাকা বন্ডে সানির জামিনের আদেশ দেন। পরে কারামুক্ত হন সানি। আর/১৭:১৪/১৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2unwCea
July 16, 2017 at 11:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top