ইভটিজারদের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে নিগৃত স্বামী

জলপাইগুড়ি, ১৬ জুলাইঃ ইভিটিজারদের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে নিগৃহীত হলেন স্বামী। রবিবার সকালে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকার ঘটনা। স্ত্রী মোহনা দত্ত রায় (বসু)কে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও হাত ধরে টানাটানি করে একদল যুবক। এরপর স্বামী সৌরভ বসুকেও মারধর করে ওই যুবকের দল। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন সৌরভের স্ত্রী মোহনা।

রবিবার কোতোয়ালি থানার অন্তর্গত গোশালা ট্রাফিক মোড়ে বেলা সাড়ে বারোটায় ঘটনাটি ঘটে। মহুয়ার বাড়ি শহরের গোমস্তা পাড়ায়। সৌরভের বাড়ি গোশালা মোড় সংলগ্ন সুদীন সরনীতে। এদিন বাজার করে স্ত্রীকে গোশালা মোড়ে দাঁড় করিয়ে বাড়িতে যান সৌরভ। ফিরে এলেই স্ত্রী জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একদল যুবক তাকে অশালীন ইঙ্গিত করতে থাকে। মহুয়াদেবী প্রতিবাদ করলেও তারা শোনেনি। সৌরভবাবু গোটা ঘটনা শুনে ওই ছেলেদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এরপরই উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সৌরভবাবুর নাক-মুখ ফাটিয়ে দেয় ওই যুবকের দল। কোতোয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার জানান, একটি অভিযোগ পাওয়া গিয়েছে এবং তদন্তে নামা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tfZfKC

July 16, 2017 at 05:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top