মুম্বাই, ২০ জুলাই- শাহরুখ খানের বাড়ি মন্নত-এ ঢোকার মুখেই আছে হিন্দু দেবদেবীর ছবি। বাস্তবের শাহরুখ সব ধর্মকে শ্রদ্ধা করে চলেন। মুসলিম, হিন্দু এমনকি খ্রীষ্টধর্মও। এসব কথাই জানেন তাঁর অনুরাগীরা। তবুও জীবনে বহু ক্ষেত্রে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনি। সেই শাহরুখই স্পষ্ট ভাষায় বললেন, আমাদের দেশে অনেক ধর্মই আছে। বিশ্বাস করুন, আর নতুন কোনও ধর্মের প্রয়োজন নেই। কিন্তু যেটার প্রয়োজন সর্বাগ্রে, সেটা হল শান্তি, প্রীতি ও স্বস্তি। প্রতিটি ধর্মেই রয়েছে এই তিনটির সাম্য বজায় রাখার বার্তা। সেই শব্দ, সেই কথাই আমাদের শোনার চেষ্টা করতে হবে, দৃঢচিত্তে বলেছেন তিনি। সূত্র: এবেলা
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ub6yAL
July 20, 2017 at 09:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন