ঢাকা, ২০ জুলাই- বিশ্বের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগের একটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরে বসতে যাচ্ছে ঘরোয়া লিগটির পঞ্চম আসর। সে লক্ষ্যে দল গোছাতে ব্যস্ত ফ্রাঞ্জাইজিগুলো। তারই ধারাবাহিকতায় নতুন মালিকানার অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শক্তিশালী দল গড়তে যাচ্ছে রংপুর রাইডার্স। ইতোমধ্যে দলে বেশ কয়েকজন দেশি-বিদেশি তারকা ভিড়িয়েছে তারা। এককথায় নিজেদের আরো সমৃদ্ধ করতে প্রচেষ্টা তাদের। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরকে লক্ষ্য রেখে ইতোমধ্যে রংপুর নিশ্চিত করেছে স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারা, ক্রিস গেইল, আরাফাত সানি, রুবেল হোসেন, কুশল পেরেরাদের মতো ক্রিকেটারদের। তবে এরমধ্যেই সীমাবদ্ধ না থেকে প্লেয়ার্স ড্রাফটের আগে দলে আরো বেশ কিছু তারকা ক্রিকেটারদের নিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। সে লক্ষ্য থেকে এ মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিসকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রংপুর। এ প্রসঙ্গে রংপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, ভক্ত ও দর্শকরা টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের কাছ থেকে বিধ্বংসী ব্যাটিং দেখতে চায়। আমরাও তাই অলরাউন্ডারদের অন্তর্ভূক্ত করে স্কোয়াডে ভারসাম্য ধরে রাখতে চাই। এ লক্ষ্য থেকে ওয়ার্নার ও মরিসের সাথে কথা চালাচ্ছি। আশা রাখছি, খুব শিগগিরই আমরা তাদের খবর আপনাদের নিশ্চিত করতে পারবো। এদিকে বিপিএলের পাশাপাশি প্রায় একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি থাকায় অনেক বিদেশি ক্রিকেটারদের দলে নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তাই বলা যায়, সব ঠিক-ঠাক থাকলে আসন্ন বিপিএলে দেখা যাবে ওয়ার্নারকে। সর্বশেষ ভারতের জনপ্রিয় ঘরোয়া লিগ আইপিএল মাতিয়েছেন তিনি। ব্যাট হাতে ৬৪১ রান করে ছিলেন শীর্ষে। সেখানে তিনি খেলেছেন ১৪টি ম্যাচ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uLROeL
July 20, 2017 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top