হলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রীকে চাকুরি দেবে (জাবি)।

সুরমা টাইমস ডেস্ক:

গত বছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের স্ত্রী উম্মে সালমা চাকরি পেতে যাচ্ছেন। তাঁকে চাকরি দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

শনিবার (১ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেন জাবি উপাচার্য ফারজানা ইসলাম।

বিবৃতিতে বলা হয়, ‘নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁর প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’

রবিউলের স্ত্রী উম্মে সালমা সাজিদুল করিম সামি (৮) ও কামরুন্নাহার রায়না (১১ মাস) নামের দুই সন্তানের জননী। তিনি বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে বসবাস করছেন।

গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার খবর শুনে সেখানে ছুটে যান রবিউল ইসলাম। অন্য পুলিশ কর্মকর্তাদের সাথে আর্টিজানের গেট দিয়ে ঢুকতে গেলে জঙ্গিদের ছোড়া বিস্ফোরকে নিহত হন তিনি। এসময় নিহত হন বনানী থানার ওসি মো. সালাউদ্দিনও।

ওই রেস্টুরেন্টে ভয়াবহ জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক প্রাণ হারান। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি, একজন ভারতীয়, ৯ জন ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক ছিলেন। প্রায় ১২ ঘণ্টার ওই ‘জিম্মি সংকট’ শেষ হয় পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ এর মধ্য দিয়ে।

কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। নিহত জঙ্গিরা হল- নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল ওরফে বিকাশ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uwcvam

July 02, 2017 at 01:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top