লন্ডন, ০২ জুলাই- চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান উত্তেজনার রেশ কাটার আগেই নারী বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। রোববার টুর্নামেন্টের ১১তম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ভারত ইতিমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে শক্ত অবস্থানে আছে। এছাড়া নিজেদের শেষ চার সিরিজ জিতে ভারতীয় মেয়েরা আত্মবিশ্বাসের তুঙ্গে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৫ রানে হারায় ভারত। পরের ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে উড়িয়ে দেয়। অন্যদিকে সানা মিরের পাকিস্তান এখনও জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন উইকেটে হেরে যায় দলটি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিআইনে ১০৭ রানের হার হজম করতে হয় তাদের। দুই দলের অবস্থা দুই রকম হলেও ম্যাচ নিয়ে শেষ কথা বলার উপায় নেই। পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি অন্তত সেই কথা বলছে। বিরাট কোহলির ভারত ফেভারিট হয়েও ফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতে পারেনি। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এমন অনিশ্চয়তা। পাকিস্তানি মেয়েরাও সেই অনিশ্চয়তাকে সঙ্গী ঘুরে দাঁড়াতে চাইছে। আর/০৭:১৪/০২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tz8DrL
July 02, 2017 at 02:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন