ঢাকা, ১৬ জুলাই- অপেক্ষা, সে তো ফুরোয় না! প্রায় দুই ঘন্টা দেরীতে শুরু হয় অনুষ্ঠান! তারপরও ধীর-লয়ে অপেক্ষা। এরপর ক্ষণ গুনতে শুরু করলেন অনেকেই। কারণ মঞ্চ আলোকিত করে আসবেন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও বলিউডের ঠাকুর পরিবারের অভিজাত উত্তরাধিকারী শর্মিলা ঠাকুর। আর তাকে একনজর দেখতেই কতোকিছু! অবশেষে রাত সাড়ে আটটার কিছুটা পরে মঞ্চ আলোকিত করে আসেন উপমহাদেশের জনপ্রিয় এ অভিনেত্রী। এরপরই করতালি ও উচ্ছাসের মাধ্যমেই উপস্থিত দর্শকেরা তাকে অভিবাদন জানিয়েছেন। তিনিও তার মতো করেই এ অভিবাদনের উত্তর দিয়েছেন। মঞ্চে এসে তিনি বলেন, ঢাকা আমার খুব প্রিয় শহর। অনেকদিন পর আবার ঢাকায় এলাম। মনে হলো নিজের ঘরে ফিরে এলাম। বাংলাদেশের সঙ্গে আমাদের পরিবারের নাড়ির টান। ইতিহাস-রাজনীতি আমাদের ভাগ করে দিলেও মনের টান কমেনি। আমাদের ভাষা ও শিল্প এক ও অভিন্ন। তাই এ দেশে এলেই নাড়ির টান অনুভব করি। চলচ্চিত্র কর্মী হিসেবে আমার আশা, দুই দেশের মধ্যে আরো সাংস্কৃতিক বিনিময় হোক, যৌথ চলচ্চিত্র নির্মিত হোক। কাঁটাতারের বাধা যেন আদান প্রদানের প্রতিবন্ধকতা না হয়। এ দেশের শিল্পী আমাদের ওখানে (ভারত) যান। আমাদের ওখানকার শিল্পীরা এখানে আসুক। চলচ্চিত্র নিয়ে কথা প্রসঙ্গে এমনটিই বললেন বলিউডের কিংবদন্তি এ অভিনেত্রী। তৃতীয়বারের মতো ঢাকায় এসেছেন শর্মিলা; এটিএন বাংলার ২১ বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত এক কনসার্টে যোগ দিতে তার বাংলাদেশে আসা। কনসার্টের আয়োজক চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। এদিকে, শর্মিলা ঠাকুর ২০১১ সালে প্রথমবার ঢাকায় আসেন। তখন খুবই অল্প সময়ের জন্য এদেশে এসেছিলেন। এর পরের বছরও তিনি ঘুরে গেছেন ঢাকা। শর্মিলা ঠাকুর মঞ্চে আসার আগে তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে পারফর্ম করেন অভিনেত্রী নাদিয়া, তারিন ও চাঁদনী। তারপর মঞ্চে আসেন ভারতীয় সংগীত পরিচালক জিৎ। বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় কয়েকটি গান শোনান তিনি। তার সঙ্গে কণ্ঠ মেলান ভারতের কণ্ঠশিল্পী দোয়েল গোস্বামী। অভিনয় আর গ্ল্যামারের মিশেলে ষাটের দশক থেকে বলিউড মাত করে আসছেন শর্মিলা ঠাকুর। বাংলা আর হিন্দি- দুই ভাষার চলচ্চিত্রেই তিনি সফল। শর্মিলা ঠাকুর ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ লাভ করেন। তিনি ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্যও ছিলেন। বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2umznNa
July 16, 2017 at 07:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন