ঢাকা, ২৮ জুলাই- শাকিব খান ও অপু বিশ্বাস একসাথে ৭০টি ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে বেশ কিছু ছবি ব্যবসাসফল। কিন্তু সাম্প্রতিক সময়ে অপুর সাথে অভিনয় করতে রাজি হচ্ছেন না শাকিব। তবে কিং খান রাজি হলেই কেউ কথা রাখে না ছবিতে থাকবেন অপু। এ জন্য তিনগুণ পারিশ্রমিক প্রস্তাব করেছেন প্রযোজক। উত্তম আকাশ পরিচালিত ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। সূত্রটির দেওয়া তথ্য অনুযায়ী শাকিবকে প্রযোজক সেলিম খান বলেছেন, প্রয়োজনে আপনি তিনগুণ পারিশ্রমিক নেন কিন্তু অপুর সাথে ছবিটি আপনাকে করতে হবে। জবাবে শাকিব বলেছে, অপু ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করতে আমার সমস্যা নেই। শাকিব বর্তমানে কলকাতায় রয়েছেন নবাব ছবির প্রচারণায়। সেখানে শুক্রবার ১২২টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। সূত্রটির দাবি, শাকিব কলকাতা থেকে ফিরলেই তার সাথে এ নিয়ে আবার মিটিং হবে। আশা করা হচ্ছে শাকিব রাজি হবেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় শাকিব খান আমি নেতা হবো ও মামলা হামলা ঝামেলা নামে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। উত্তম আকাশ পরিচালিত ছবিগুলোতে তার বিপরীতে আছেন মিম। উল্লেখ্য শাকিব খান-অপু বিশ্বাস জুটির সর্বশেষ ছবি রাজনীতি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। ১০ এপ্রিল এক টিভি লাইভে সন্তানসহ হাজির হয়ে অপু জানান, কয়েক বছর আগে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। এ নিয়ে পাল্টা লাইভে আসেন শাকিব। পরে অবশ্য নিজেদের মধ্যে মিটমাট হয়েছে বলে দাবি করেন দুই তারকা। ওই সময় বিভিন্ন অনুষ্ঠানে শাকিব বলেছিলেন, রিয়েল লাইফের জুটি হওয়ায় দর্শক তাদের ছবি গ্রহণ করবেন না। এমএ/ ০৬:২০/ ২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w5ToEA
July 29, 2017 at 12:22AM
28 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top