বীর উত্তম মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ আর নেই

সুরমা টাইমস ডেস্ক:

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী এবং মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ আর নেই।

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভোগা এই বীর মুক্তিযোদ্ধাকে গত ১ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ জুলাই দিবাগত রাতে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মেজর জিয়াউদ্দিন আহমেদের জন্ম পিরোজপুর জেলার পারেরহাট গ্রামে। তাঁর বাবার নাম আফতাব উদ্দিন আহমেদ।

মেজর জিয়া ছিলেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত সেনা অফিসার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং একজন লেখক ও সাংবাদিক। তিনি ১৯৬৯ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eTJIK0

July 28, 2017 at 06:19PM
28 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top