এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে লিওনেল মেসির বিয়ে। দুই সন্তান আর অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে এলএম টেন এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যস্ত সময় পার করছেন মধুচন্দ্রিমায়। তারপরও মেসির বিয়ের জল্পনা-কল্পনার যেন কোনো কমতি নেই! এই আলোচনায় এবার নতুন সংযোজন দাওয়াত পাওয়ার পরও আর্জেন্টিনার শতাব্দীর সেরা হিসেবে বিবেচিত বিয়েতে যোগ দেননি কে কে? এই তালিকার বিস্ময়কর নামটি হলো আন্দ্রেস ইনিয়েস্তা। লিওনেল মেসির দীর্ঘদিনের ক্লাব সতীর্থ! কেন যোগ দেননি বার্সেলোনার এই স্প্যানিশ তারকা? জানা যায়, নতুন জন্ম নেওয়া সন্তানের পাশে থাকতেই মেসির বিয়েতে যাননি ইনিয়েস্তা। এছাড়া মেসির বিয়ের নিমন্ত্রণ পাওয়া সত্বেও বিয়েতে উপস্থিত হতে পারেননি তারই সাবেক সতীর্থ এবং ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনালদিনহো। সতীর্থ মার্ক আন্দ্রে স্টেগান এবং আন্দ্রে গোমেজ এসময় ফিফা কনফেডারেশন্স কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। যে কারণেই উপস্থিত হতে পারেননি প্রিয় তারকার বিয়েতে। এছাড়া বার্সেলোনার তরুণ প্রতিভাবান ফুটবলার ডেনিস সুয়ারেজ ব্যস্ত ছিলেন স্পেনের জার্সিতে অনুর্ধ-২১ ইউরো খেলায়। এছাড়াও যারা মেসির বিয়েতে থাকতে পারেননি তারা হলেন, মিডফিল্ডার ইভান রাকিটিচ, সার্জিও রবার্তো, আর্দা তুরান, পাকো আলকাসের এবং স্যামুয়েল উমতিতি। তবে গত শুক্রবার মহা ধুমধামে হয়ে যাওয়া মেসির বিয়েতে এসে অনুষ্ঠানকে আলোকিত করেন জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, স্যামুয়েল ইতো, লুইস সুয়ারেজ, নেইমার এবং জেরার্ড পিকের মতো তারকা ফুটবলাররা। বিয়ের পরই অবশ্য দারুণ দুটি সুখবর পেয়েছেন লিওনেল মেসি। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। সেইসঙ্গে কর মামলায় জেলের পরিবর্তে শুধু জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন আধুনিক ফুটবলের ক্ষুদে যাদুকর।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ucCdEy
July 11, 2017 at 06:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top