বর্তমান যুগের ধারাবাহিকতায় বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ইতিমধ্যে নিয়মিত সাফল্য পাচ্ছে। দলীয় ও ব্যক্তিগত সাফেল্য রঙ্গীন হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেউ বাজে মন্তব্য কিংটা কটুক্তি করার আগে দশবার ভাবে। সর্বশেষ লংকানদের বিরুদ্ধে নিজেদের শততম টেস্টে জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে তেমন ছয় মারার প্রয়োজন হয় না। তারপরও অনেক ক্রিকেটারই আছেন, যারা টেস্ট খেলাতেও ছয় মারতে পছন্দ করেন। বাংলাদেশেও আছেন এমন অনেক ক্রিকেটার যারা টেস্টেও ছয় মারতে পছন্দ করেন এবং মারতেন। দেখেনিন সর্বোচ্চ ছয়ের অধিকারী পাঁচ বাংলাদেশি ক্রিকেটার- ১। মোহাম্মদ রফিক, ৩৩ ম্যাচে তিনি সর্বোচ্চ ৩৪টি ছয় মেরেছেন। ২। তামিম ইকবাল, ৪৯ ম্যাচে ২৮টি ছয় মেরেছেন। ৩। মুশফিকুর রহিম, ৫৪ ম্যাচে ২৭টি ছয় মেরেছেন। ৪। মাশরাফি বিন মোর্তুজা, ৩৬ ম্যাচে ২২টি ছয় মেরেছেন। ৫। মোহাম্মদ আশরাফুল, ৬১ ম্যাচে ২২টি ছয় মেরেছেন। এছাড়াও সাকিব আল হাসান ১৯, রিয়াদ ১২, গাজী ১১ ও নাসির ১০টি ছয় মেরেছেন। কম ম্যাচে ছয়ের হিসেবে সোহাগ গাজীই মাত্র ১০টি ম্যাচে ১১টি ছয় মেরেছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sLuDwd
July 12, 2017 at 12:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top