সুরমা টাইমস ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র-বরাক নদীর উপত্যকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আর এই পানি ভাটিতে নেমে আসার পর বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আসামের সংবাদমাধ্যম বলছে, এ পর্যন্ত বন্যায় মোট ৩০ জন প্রাণ হারিয়েছে।
গত চারদিন ধরে ভারি বর্ষণের ফলে আসামের ১৫টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই জেলাগুলোর ১১০০ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। স্থানীয় আশ্রয় শিবিরে জায়গা নিয়েছেন প্রায় ১৮০০০ মানুষ। এদিকে বন্যার জলে মহাসড়কের একাংশ ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
আসামের বিভিন্ন জায়গায় জলের তোড়ে বাঁধ ভেসে গেছে, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sZW7Cw
July 11, 2017 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন