নগরীতে পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার পলাতক আসামী সহ বিপুল পরিমান মাদক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অফিসার চয়েস মদ ও ফেন্সিডিল এবং মাদক মামলায় তিন বছরের সাজা প্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সোমবার বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮০ বোতল অফিসার চয়েস মদ, ১৪ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে পৃথক অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজা প্রাপ্ত আসামী মো. ইরান মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার শিবের বাজার পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ (এসআই) অঞ্জন কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ৮০ বোতল অফিসার চয়েস মদসহ কোম্পানীগঞ্জের নোয়াগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুল হান্নানকে (৫০) আটক করে।

অপরদিকে শিবের বাজার পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ (এসআই) অঞ্জন কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি এলিয়ন প্রাইভেটকারে ১৪ বোতল ফেন্সিডিলসহ নগরীর চৌকিদেখি এলাকার রংধনু ৩৪/১ নং বাসার সমছু মিয়ার ছেলে সুফিয়ান আহমদ (৩২) একই এলাকার রংধনু ২৯/১ নং বাসার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (২৮) ও রংধনু ১০৮/২ নং বাসার মৃত হাছান আলীর ছেলে মোশাহিদকে (৪৫) আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক)ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

অন্যদিকে গত সোমবার জালালাবাদ থানার উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দায়রা-৩/১১ এর ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী জালালাবাদ থানধীন আউশা গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. ইরান মিয়াকে (১৮) গ্রেফতার করে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tDs0Nz

July 26, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top