নগরীর করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক:; সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী জাবের ও তার সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারনা আত্মসাত ও হুমকি-ধমকির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার (২৬জুলাই) সিলেট কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ ও সাধারন ডায়েরী করা হয়েছে। নগরীর কুয়ারপারের হাজী ছইদুল হকের পুত্র খালেদ ইবনে আজিজ লিখিত অভিযোগ করেন এবং নগরীর কানিশাইলের ব্যবসায়ী মকসুদুর করিম ইমন সাধারণ ডায়েরী করেন।
অভিযোগে প্রকাশ, নগরীর যতরপুর নবপুষ্প ৯৮-এর তকুদ্দুছ আলীর পুত্র জাবের ও তার সহকর্মী জাহাঙ্গীর নগরীর বন্দরবাজার করিম উল্লাহ মার্কেটের ৪র্থ তলায় ‘মোবাইল ওয়ার্ল্ড সেন্টার’ নামে দোকান দিয়ে ব্যবসা করেন। গত কয়েক মাস পূর্বে তারা খালেদ ইবনে আজিজের কাছ থেকে ৪৫হাজার টাকা হাওলাত নেন। পরবর্তীতে একটি মোবাইল ফোন দিয়ে ৩০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১৫ হাজার টাকা অপরিশোধিত থেকে যায়। এ টাকা পরিশেধে তারা কালক্ষেপন করতে থাকেন। খালেদ তার স্বজনদের নিয়ে ‘মোবাইল ওয়ার্ল্ড সেন্টার’এ- গিয়ে টাকা চাইলে জাবের ও জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকৃতি জানান এবং এর পর থেকে মোবাইল ফোনের (০১৭১৬৯৬৫১৩০ ও ০১৬৮৩৩৩৮৮৮৮)উক্ত দুই নাম্বার থেকে মেসেজের মাধ্যমে খালেদকে মামলা হামলাসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে,তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করতে থাকেন। খালেদের দেয়া অভিযোগ থানার কর্তব্যরত অফিসার রিসিভ করেন এবং একজন পুলিশ অফিসারকে তদন্তের দায়িত্বও দেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এছাড়াও করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী জাবেরের বিরুদ্ধে ব্যবসায়ীর মকছুদুল করিমের ২০লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বুধবার সিলেট কোতোয়ালি থানায় পৃথক সাধারণ ডায়েরী করা হয়েছে। থানার ডিউটি অফিসার এএসআই রুবিনা সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tK3H4w

July 26, 2017 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top