দুবাই, ২২ জুলাই- প্রবাসী সুনামগঞ্জ সমিতি, সংযুক্ত আরব আমিরাতের দ্বিবার্ষিক সম্মেলন শারজাহে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুলাই) শারজাহের একটি হোটেলে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক শফিকুল হক। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ এম এ করিম। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী। পরিচালনা করেন জয়নুল হক লিটন। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা আশিক মিয়া, লন্ডন থেকে আগত সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইউকের প্রতিনিধি রুহুল আমিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভাপতি এ কে আজাদ লালন, হাবিবুর রহমান চুন্নু, কুলাউড়া সমিতির সভাপতি আহমদ আলী, সুনামগঞ্জের সন্তান ও মুক্তিযোদ্ধা মাস্টার জহুর আলী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কারি শামসুল হক। এ ছাড়া জাতীয় সংগীত পরিবেশনের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের প্রধান সমন্বয়কারী হাজি শফিকুল হক শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী মইনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি নেতা প্রকৌশলী মনোয়ার হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল, প্রবাসী মিরসরাই সমিতির সভাপতি মোজাফর উল্লাহ, কমিউনিটি নেতা শরাফত আলী, বচন মিয়া তালুকদার, গোলাম রব্বানী, শাহজাহান মিয়াজি, ফয়ছল আহমেদ, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম এনাম, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, আবুল হোসেন, আবদুল লতিফ, আবদুল হামিদ, মোহাম্মদ বজল আহমেদ, আসমত আলী, কাসন আলী, মীর আলী ও জাহেদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জ হাওরাঞ্চলের শহর। সুনামগঞ্জ ধানে ভরপুর। কিন্তু এ বছর বন্যায় বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ জেলা। অনুষ্ঠানে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান করা হলে উপস্থিত কমিউনিটি নেতারা আর্থিক অনুদান প্রদান করেন। পরে ১৩৩ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন আব্দুল করিম।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tyGceZ
July 23, 2017 at 02:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top