বিএনপিকে বাটি চালান দিয়েও আর খুঁজে পাওয়া যাবে না-মন্ত্রী নাসিম।

সুরমা টাইমস ডেস্ক :
চলতি বছরের ডিসেম্বরেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই সময় সংবিধান মেনে নির্বাচন কমিশনই তা অনুষ্ঠান করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর এ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে। এরপর বিএনপিকে বাটি চালান দিয়েও আর খুঁজে পাওয়া যাবে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘পাঁচ বছর পর পর নির্বাচন আসলে জনগণ নিজের ইচ্ছা প্রকাশের সুযোগ পায়। আর ভাল কাজ করে বলেই বারবার জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা হবিগঞ্জে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার মতো সারাদেশে উন্নয়নমূলক নানান কাজ করেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে এবং এতে বারোটা বাজে উন্নয়ন কাজের।’

তিনি বলেন, ‘লাখাইবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আবু জাহির যে দাবি তুলেছেন, তা পূরণ করা হবে। আমি হবিগঞ্জে আড়াইশ’ শয্যার হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ঘোষণা দিতে এসেছিলাম। কিন্তু আবু জাহিরের কথায় একদিন বেশি থেকে লাখাইয়ে আসলাম।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হবিগঞ্জে আমি আরও এসেছি। এর আগেও অনেকে হবিগঞ্জ থেকে সংসদ সদস্য হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আবু জাহির যে পরিমাণে উন্নয়ন কাজ করেছেন, তা আর কোনও সংসদ সদস্য করতে পারেনি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবু জাহিরকে আবারও নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’

আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আহমদ আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা, জেলা পরিষদ সদস্য মোর্শেদ কামাল, সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদসহ আরও অনেকে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tzq38N

July 22, 2017 at 09:06PM
22 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top