ঢাকা, ২২ জুলাই- ১২ বছর বয়সী শিশু মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার শয্যাপাশে মুশফিককে দেখে বেশ খুশি হয় মুক্তামণি। মুশফিক তাকে সাহস দেনবলেন, তুমি সুস্থ হয়ে উঠবে। চিন্তা করো না, সবাই তোমার পাশে আছে, দোয়া করছে। মুশফিককে দেখেই চিনতে পারে মুক্তামণি। সে বলে, টেলিভিশনে মুশফিককে অনেক দেখেছে। এখন কাছ থেকে দেখতে পেয়ে ভালো লাগছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। মুশফিক বলেছেন, তিনি এ ধরনের রোগীদের পাশে থাকতে চান। কিন্তু সব সময় সুযোগ হয় না। তাই কোনো কোনো সময় লোক মারফত খোঁজখবর নেন, সহায়তা দেওয়ার চেষ্টা করেন। মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ব্যাপক আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের দুই মেয়ে হীরামণি ও মুক্তামণি। তারা যমজ। হীরামণি সম্পূর্ণ সুস্থ থাকলেও মুক্তামণি বিরল এক রোগে আক্রান্ত। এআর/২১:১০/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2umpxZa
July 23, 2017 at 03:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top