ঢাকা, ১৩ জুলাই- ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির প্রেম নিয়ে গুঞ্জন রয়েছে অনেক দিন থেকেই। পরীমনি নিজেও তার ফেসবুকে প্রেমের ইঙ্গিত দিয়েছেন বহুবার। এসব নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। কিন্তু স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। এবার রীতিমত প্রমাণসহ হাজির হলেন পরীমনি। ফেসবুকের রিলেশনশীপ স্ট্যাটাসে যোগ করে দিলেন প্রেমিকের নাম। তিনি তামিম হাসান। জাতীয় দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান ও রেডিও আমার এর লাভগুরু অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কর্মরত তামিম। তামিমের সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জন ছিলো। তবে এবার তারা দুজনেই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এলেন। দুজনের ফেসবুকের রিলেশনশীপেই দুজনের নাম দেওয়া এখন। এদিকে পরীমনি রিলেশনশীপ তথ্য বদলানোর পাশাপাশি একই সময়ে একটি স্ট্যাটাসও লিখেন ইঙ্গিতপূর্ণ। সেটা হলো- আজ বৃষ্টি রাতের এক বছর...। ধারণা করা হচ্ছে, তামিম-পরীর প্রেমের বয়স গেল রাতেই (১২ জুলাই দিবাগত রাত) অতিক্রম করেছে এক বছরের সীমানা। এবং গেল বছর কোনও এক বৃষ্টির রাতেই তাদের পরিচয় কিংবা প্রেমের সূত্রপাত।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sTAvnt
July 13, 2017 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top