নয়াদিল্লি, ১৩ জুলাইঃ আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) এবং এনইএফটি ( ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার)-র মাধ্যমে টাকা লেনদেনের ধার্য মূল্য প্রায় ৭৫ শতাংশ কমাল এসবিআই। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করল এসবিআই। ১৫ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
স্টেট ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজিটাল ট্রান্সাকশন বাড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরটিজিএস এবং এনইএফটি- এর মাধ্যমে টাকা লেনদেন করলেই এই সুবিধা পাওয়া যাবে।
এর আগে এসবিআই ইন্টারনেট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত টাকা ট্রান্সফারে ২ টাকা চার্জ ধার্য করত। এখন সেই চার্জ হল ১
টাকা (১৮ শতাংশ জিটিএস ছাড়া)। এনইএফটির মাধ্যমে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত টাকা লেনদেনে ৪ টাকা থেকে কমিয়ে সেই চার্জ করা হয়েছে ২ টাকা।
একইভাবে, মোবাইল অথবা ইন্টারনেট ব্যাংকিয়ে আরটিজিএসের মাধ্যমে ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা লেনদেনে ২০ টাকার পরিবর্তে দিতে হবে ৫ টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uUTNds
July 13, 2017 at 05:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন