ঢাকা, ২২ জুলাই- হুট করেই ফেসবুকে দেওয়া বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত পোস্টটি সরিয়ে নিয়েছেন তাহসান-মিথিলা। এ নিয়ে যোগাযোগও করা যাচ্ছে না দুই তারকার সঙ্গে। তাহসানের ফোন ও ফেসবুক আইডি ডিএক্টিভেট পাওয়া গেছে। অন্যদিকে ফোনে পাওয়া যাচ্ছে না মিথিলাকে। তবে দুজনের ফ্যান পেজ খোলা থাকলেও কোনো আপডেট নেই। বৃহস্পতিবার দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি টানেন তাহসান-মিথিলা। এ নিয়ে মিডিয়াপাড়ায় নানা গুজব থাকলেও অবশ্য তারা কেউ কাউকে দোষারোপ করছেন না। জানা গেছে, মে মাসে তাহসান ও মিথিলা বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারা চাইছিলেন আনুষ্ঠানিকভাবে নিজেরাই সংবাদমাধ্যমকে নিজেদের বিচ্ছেদের খবর জানাবেন। কিন্তু এর আগেই সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হলে ফেসবুকে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবরটি স্বীকার করে নেন। এদিকে বিচ্ছেদ সংক্রান্ত স্ট্যাটাস সরিয়ে ফেলায় শনিবার নানা ধরনের গুঞ্জন ওঠেছে। কিন্তু বিষয়টি খোলাসাও করছেন না দুই সেলিব্রিটি। বন্ধ রেখেছেন ফোন ও ফেসবুক আইডি। তবে তাহসানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, এ জুটির আবার এক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ দুই বছর আলাদা থাকার সময়ে ঘনিষ্ঠরা মিলে অনেক চেষ্টা চালিয়েছেন তাদের এক করার, সবার সব চেষ্টা ব্যর্থ করে সম্পর্কচ্ছেদ করেন তারা। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান ঘর ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। মিথিলার সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন, বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক। আরো জানান, একসঙ্গে সন্তানের দেখাশোনা করবেন তারা। এ পরিস্থিতিতে সবার সহযোগিতা চেয়েছেন তাহসান-মিথিলা। ২০০৪ সালে তাহসান-মিথিলার প্রেম হয়। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। তাদের রয়েছে কন্যা সন্তান আইরা তাহরিম খান। আর/১৭:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uSLbXV
July 23, 2017 at 12:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top